সোমবার (১৪ মে) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৪৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় এম এল ডাইং লিমিটেডকে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ২০ কোটি টাকা উত্তোলনের জন্য প্রস্তাব অনুমোদন করা হয়। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
পুঁজিবাজার থেকে নেওয়া এই টাকায় কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা কেনার পাশাপাশি স্থাপন এবং আইপিও খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে (পুনঃমূল্যায়ন ছাড়া) কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ দশমিক ৭১ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস- গড় হারে) হয়েছে ২ দশমিক ৩৫ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমএফআই/জেডএস