রোববার (২০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৯৯ পয়েন্ট।
ব্যাংক, বিমা, প্রকৌশল, অর্থিক প্রতিষ্ঠান, বিমাসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম কমায় আগের কার্যদিবসের মতো সূচকের বড় পতন হয়েছে।
ডিএসইর তথ্য মতে, রোববার ৯ কোটি ৪৭ লাখ ৯৬টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৯৫ কোটি ৬৬ লাখ টাকার। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৪৯২ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯৪ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার টাকার।
ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫২ দশমিক ৬০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৬ দশমিক ৩৭ পয়েন্ট কমে দুই হাজার ৯ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১২ দশমিক ২১ পয়েন্ট কমে এক হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৯৯ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫১ কোটি ৪৬ লাখ ৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টির।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ২০, ২০১৮
এমএফআই/জেডএস