ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মে ২৪, ২০১৮
সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে।

বুধববার (২৪ মে) সকাল ১০টার দিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়।

সকাল সোয়া ১১টা পর্যন্ত এ ধারা অব্যাহত ছিলো।

এ সময়ে ডিএসই প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ০২ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৪ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে মোট ৩ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ২শ ২২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৭টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

ডিএসইতে তালিকাভুক্ত বস্ত্র, প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম বেড়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫২ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১১ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টির।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমএফআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।