বুধবার (৩০ মে) সকাল ১০টার দিকে সূচকের তেজিভাবের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। সূচকের পাশাপাশি লেনদেনও বেশ ভালো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৯ পয়েন্টে।
প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৬ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ৩ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ১ শ’ ৫২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ১শ’৬১ কোটি ৭ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৫০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৩২ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৪২ পয়েন্টে। এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১৩ লাখ টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এমএফআই/ জেডএস