ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আবারও টানা তিনদিন দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মে ৩০, ২০১৮
আবারও টানা তিনদিন দরপতন

ঢাকা: আগের দু’দিনের মতই দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২৯ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ব্যাংক-বিমা ও অর্থিক প্রতিষ্ঠান খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমায় পুঁজিবাজারে দরপতন হয়েছে। এর ফলে দুই কার্যদিবস সূচকের উত্থানের পর টানা তিন কার্যদিবস দরপতন হলো।

বুধবার (৩০ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়ে চলে সকাল সোয়া ১০টা পর্যন্ত। তারপর শুরু হয় সূচকের ওঠানামা যা দুপুর ১২টা ১০মিনিট পর্যন্ত অব্যাহত ছিলো।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা দিনের বাকি লেনদেন পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। তার আগে টানা তের কার্যদিবস পুঁজিবজারে দরপতন হয়েছিলো।

ডিএসই’র তথ্যমতে, বুধবার ১১ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৮৮৩টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬৪ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৩১ কোটি ৬৫ লাখ ৯ হাজার টাকার।  

ডিএসই’র তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ৩৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই’র প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৪ দশমিক ২২ পয়েন্ট কমে ২ হাজার ১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে এক হাজার ২৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

অপর বাজার সিএসই-তে সার্বিক সূচক ১৫ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ২১কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৭০ লাখ ৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৭০ লাখ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।