সূচকের তেজিভাবের মধ্য দিয়ে ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এ সময় সূচক বাড়ে ৫৬ পয়েন্ট।
দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট।
ডিএসইর তথ্যমতে, এদিন ১৬ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৫১১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১১ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৫৮ কোটি ৭৪ লাখ ৫১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৬ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা।
ডিএসইর তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৮ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১৫ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসই-তে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
অপর বাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৭২ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৩৪ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা।
এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমএফআই/জেডএস