রোববারের (২৪ জুন) মতোই এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয় সূচকের তেজিভাবের মধ্য দিয়ে চলে পৌনে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন যা অব্যাহত ছিল ১১টা ১০ মিনিটি পর্যন্ত।
প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক দশমিক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ৯ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে মোট ৪ কোটি ২৬ লাখ ৪৩ হাজার ৩৪৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। লেনদেন হয়েছে ১৭৪ কোটি ৯৫ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১০২টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৩ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ২৫৮ পয়েন্টে। এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫০ লাখ৪২ হাজার টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৬২টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এমএফআই/আরবি/