মঙ্গলবার (১০ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫০তম সভায় অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কমিশনের ৬৫০তম সভায় সিটি ব্যাংক লিমিটেডের ৭০০ কোটি টাকার নন-কনভার্টেবল ফ্লটিং রেইট সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করছে, যার বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এ বন্ডের বৈশিষ্ট্য হলো- নন কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছরে ফুল রিডেম্পশন হবে, যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।
এতো আরো বলা হয়, সিটি ব্যাংক লিমিটেড এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ‘টায়ার টু’ শর্ত পতিপালন করবে। এ বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডের ট্রাস্টি, ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমএফআই/এসএইচ