ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

শ্রমিক কল্যাণ তহবিলে ৬৭ লাখ টাক‍া দিলো ডিএসই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
শ্রমিক কল্যাণ তহবিলে ৬৭ লাখ টাক‍া দিলো ডিএসই প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে চেক হস্তান্তর করছেন ডিএসই’র কর্মকর্তারা

ঢাকা: ২০১৬-২০১৭ অর্থবছরের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের জন্য সংরক্ষিত ৬৭ লাখ ২৮ হাজার ২০৭ টাকার চেক দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (১০ জুলাই) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের কাছে চেক হস্তান্তর করেন ডিএসই’র শ্রমিক কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান ও মানবসম্পদ বিভাগের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।
 
এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান  সচিব আফরোজা খান, মন্ত্রীর একান্ত সচিব অমর চান বনিক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল ড. এ. এম. এম. আনিসুল আউয়াল।


 
এছাড়া ডিএসই’র বোর্ড অব ট্রাস্টির সদস্য আহসান হাবিব, আল-মাসুদ, রফিকুল ইসলাম ভুঁইয়া উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।