ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
সূচক পতনে পুঁজিবাজারের সপ্তাহ শুরু

ঢাকা: দিনভর সূচক পতনের মধ্যদিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২২ পয়েন্ট। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭৪ পয়েন্ট।

 

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর ফলে টানা দুই কার্যদিবস দরপতন হলো। এদিনও ব্যাংক, বিমা ও আর্থিক খাতসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ডিএসইর তথ্য মতে, রোববার ২১ কোটি ২৪ লাখ ৮৮ হাজার ৯৯৬টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। লেনদেন হয়েছে ৯৫৫ কোটি ৩৯ লাখ ৭২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৫২ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১১৫ কোটি ২৯ লাখ ৯ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৮ কোটি ১৯ লাখ ৩৭ টাকার।

তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ২২ দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৫ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ২০৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।

দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩৮ দশমিক ৬০ পয়েন্ট কমে ৯ হাজার ৯৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ৪৯ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৪ লাখ ৭২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।