কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৮ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭ দশমিক ৬২ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ১৫ দশমিক ৭১ টাকা। অর্থাৎ বছর ব্যবধানে কোম্পানিটির ইপিএস ১ দশমিক ৯১ টাকা বা ১২ শতাংশ বেড়েছে। ৩০ জুন ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএফআই/এমজেএফ