এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্টের কিছু বেশি কমে ৫৫৮৪ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসইএস ইনডেক্স ০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭২ পয়েন্টে।
এদিন ডিএসই-তে ৩৩৪টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দর।
তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন ডিএসই-তে লেনদেন বেড়েছে। আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১১২ কোটি টাকা বেড়ে এ বাজারে লেনদেন হয়েছে ৫৩২ কোটি টাকার কিছু বেশি।
অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টির। যাতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি টাকার কিছু বেশি।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
জেডএস