প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলণে আগ্রহী প্রতিষ্ঠানটির লটারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মামুনুর রশিদ।
কোম্পানির তথ্য মতে, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের আইপিও আবেদন গত ৯ আগস্ট শুরু হয়ে শেষ হয় ১৬ আগস্ট। এতে কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে মোট ৬৮৪ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়েছে।
গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬১৩তম কমিশন সভায় কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।
বলা হয়, ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে তারা। এ টাকায় অবকাঠামো নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৬ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৬২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৩ টাকা।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এমআই/জেডএস