সূত্র জানায়, চলতি বছরের আগস্ট মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছিল ১৪ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। জুলাইয়ে আদায় হয় ২২ কোটি ৪৫ লাখ টাকা।
দু’খাতের মধ্যে আগস্ট মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা। আলোচিত সময়ে ব্রোকারেজ হাউজগুলোর লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৪৯ লাখ টাকা।
এর আগে গত আগের মাস জুলাই মাসে ডিএসই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব দিয়েছিল ২২ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে ডিএসইর ব্রোকারেজ হাউজের সদস্য প্রতিষ্ঠানগুলোর লেনদেন থেকে রাজস্ব আদায় করেছিল ১৮ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকা। আর উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিলো ৩ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এমআই/এএ