জুন ২০১৮ অর্থবছরের আর্থিক প্রবিদেন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস এবং ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এতথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে পাশের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ নভেম্বর। ওই দিন সকাল সাড়ে ৯ টায় ধানমন্ডির সীমান্ত স্কয়ারে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট আগামী ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৯২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩ টাকা ২১ পয়সা।
এদিকে, লভ্যাংশ ঘোষণার কারণে বুধবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো প্রাইস লিমিটে নেই বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এমএফআই/এসআরএস