ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকে ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট।

এদিন সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে দুই কার্যদিবস দরপতনের পর টানা দুই দিন পুঁজিবাজারে উত্থান হলো।

এদিন ব্যাংক, বিমা, আর্থিক খাত এবং বস্ত্র খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে।
 
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার এ বাজারে ১৬ কোটি ৩ লাখ ২০ হাজার ৮২৪টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ২১ লাখ ৭৭ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮০১ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ১৩ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৮ পয়েন্টে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের।
 
অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার। এদিন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।