ব্যাংক, বিমা, আর্থিকখাত এবং বস্ত্রখাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও।
ডিএসইর তথ্য মতে, বুধবার এ বাজারে ১৬ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ১৭৮টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮০১ কোটি ২১ লাখ ৭৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮০১ কোটি ৪২ লাখ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৬৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯২২ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের।
অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ৩৭ পয়েন্ট কমে ১০ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার।
এদিন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ কোটি ৬২ লাখ ১৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার টাকার।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএফআই/জেডএস