ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মীর আখতারের রোড শো ১৭ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
মীর আখতারের রোড শো ১৭ অক্টোবর

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিওর) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসছে প্রকৌশল খাতের কোম্পানি মীর আখতার হোসাইন লি.।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর (বুধবার) রোড শো করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে কোম্পানির রোড শো অনুষ্ঠিত হবে। এতে পুঁজিবাজারের যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

রোড-শো অনুষ্ঠানে যোগ্য বিনিয়োগকারী হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, এরইমধ্যে বিনিয়োগ করা বিদেশি বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা উপস্থিত থাকবেন।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।