৩০ জুন ২০১৮- এর অর্থবছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে শেয়ারের হোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত সব শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
ওই দিন দুপুর আড়াইটায় গাজীপুরের শেরপুরে এ সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১ দশমিক ১৭ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ দশমিক ৭১ টাকা। আর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১১ দশমিক ২৭ টাকা।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমএফআই/এএটি