দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৭২ পয়েন্ট কমেছে।
এর ফলে সোম ও মঙ্গলবার টানা দু’দিন উত্থানের পর বুধ, বৃহস্পতি ও রোববার তিনদিন আবারো দরপতন হলো। শুধু তাই নয় গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও বড় দরপতন হয়েছিলো।
এদিনও ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমায় দরপতন হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসই’র তথ্যমতে, রোববার এ বাজারে ১৪ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার ৮৭৮টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫২৯ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার টাকা।
এদিন ডিএসই-এর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৪৮ পয়েন্ট কমে পাঁচ হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৪ পয়েন্ট কমে অবস্থান নেয় এক হাজার ২১১ পয়েন্টে।
এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ১২ পয়েন্ট কমে হয়েছে এক হাজার ৮৫২ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে সিএসইতে সার্বিক সূচক ৭২ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৯৬টির এবং ২৩টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।
এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ৬০ লাখ ১২ হাজার ৩১২ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমএফআই/জেডএস