রোববার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে কোম্পানিটির আইপিওতে ১৮ নভেম্বর আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
০৪ সেপ্টেম্বর বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৫৬তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
এতে বলা হয়, কোম্পানিটিকে ২ কোটি শেয়ার ছেড়ে আইপিওর মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলন করা জন্য অনুমোদন দেওয়া হয়েছে। যার প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিও বাবদ খরচ করবে।
৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুন:মূল্যায়ন ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৯৬ টাকা। জেনেক্স ইনফোসিসের সাবসিডিয়ারি কোম্পানিসহ ২০১৬-১৭ অর্থবছরে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমএফআই/এসএইচ