ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

স্মল ক্যাপ বোর্ড নীতিম‍ালার চূড়ান্ত অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
স্মল ক্যাপ বোর্ড নীতিম‍ালার চূড়ান্ত অনুমোদন বিএসইসি

ঢাকা: স্মল ক্যাপ বোর্ড (স্বল্প মূলধনের প্রতিষ্ঠানগুলোর বোর্ড) নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২০ নভেম্বর) কমিশনের ৬৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, অতি শিগিরই গেজেট প্রকাশিত হবে।


 
কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সভায় খসড়া নীতিমালার জনমত যাচাই–বাছাই করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপ কোম্পানিস) রুলস ২০১৮ এর ওপর বেশ কিছু বিষয় পরিবর্তন ও পরিমার্জন করে চূড়ান্ত অনুমোদন দেওযা হয়।
 
এর আগে ৬৪২ কমিশন সভায় স্মল ক্যাপ বোর্ডের নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর জনমত যাচাইয়ের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।