ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

এএম সিকিউরিটিজকে সতর্ক করলো বিএসইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এএম সিকিউরিটিজকে সতর্ক করলো বিএসইসি

ঢাকা: নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় এএম সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে সতর্কপত্র ইস্যু করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

মঙ্গলবার (২০ নভেম্বর) কমিশনের ৬৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
এতে বলা হয়, সভায় এএম সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তাদের ৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন যথাসময়ে কমিশনে দাখিল  করেনি। যা সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন(স্টক-ডিলার,স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি-১৩(৪) লঙ্গন। এ কারণে কমিশন কোম্পানিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
 
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।