মঙ্গলবার (২০ নভেম্বর) কমিশনের ৬৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সভায় এএম সিকিউরিটিজ অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তাদের ৩০ জুন ২০১৭ সালের সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন যথাসময়ে কমিশনে দাখিল করেনি। যা সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন(স্টক-ডিলার,স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি-১৩(৪) লঙ্গন। এ কারণে কমিশন কোম্পানিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএফআই/এসএইচ