বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই বলছে, ২০১৮ সালে বিদেশিরা চার হাজার ৪৯৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার কিনেছেন।
এর আগে ২০১৭ সালে বিদেশিরা শেয়ার কিনেছিলেন ছয় হাজার ৫৭৬ কোটি ২৯ লাখ টাকার। আর এর বিপরীতে তারা শেয়ার বিক্রি করেছিলেন চার হাজার ৮৭১ কোটি ৩৪ লাখ টাকার। সব মিলে লেনদেন ১১ হাজার ৪৪৭ কোটি ৬৩ লাখ টাকা। যা ছিল পুঁজিবাজারের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বাংলানিউজকে বলেন, নির্বাচনী বছর উপলক্ষে ২০১৮ সালে বাজারে দেশি-বিদেশি বিনিয়োগে কিছুটা গতি মন্থর দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এমএফআই/টিএ