বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের বিএসইসি মাল্টিপারপাস হলে ‘ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড ডিটেকশন অব ফ্রড’ বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. এম খায়রুল হোসেন বলেন, উন্নত বিশ্বে কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা হয়।
তিনি বলেন, স্বচ্ছ আর্থিক প্রতিবেদনের স্বার্থে অডিটরদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। এপ্রিল মাসে আমরা অডিটরদের নিয়ে সেমিনার করবো সেখানে তাদের যদি কোনো আর্থিক বিষয়াদি থাকে সেটি আলোচনা হবে। তবে তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হবে।
সেমিনারে প্যানেল আলোচক হিসাবে বিএসইসি, এফআরসি, আইসিএবি, আইসিএমএবি এবং সিএমজেএফের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এসএমএকে/এফএম