ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট ৩ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে এইদিন ১৪৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে আধা ঘণ্টায় লেনদেন হয়েছিল ৪৯ কোটি টাকার।
রোববার লেনদেনের শীর্ষে থাকা দশ প্রতিষ্ঠান হলো- মুন্নু সিরামিক, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, ব্যাংক এশিয়া, আজিজ পাইপ, মুন্না স্টাফলার্স, মার্কেন্টাইল ব্যাংক, কে অ্যান্ড কিউ, ডাচ বাংলা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৮৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির দর। সিএসইতে ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসএমএকে/ওএইচ/