রোববার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো এই মুহূর্তে যে প্যাকেজটি আপনি ঘোষণা করেছেন তাতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অন্তুর্ভুক্ত করার জন্য।
বিবৃতিতে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে এই ঘোষণা পুঁজিবাজারকে স্থিতিশীল করবে এবং বিনিয়োগকারী উপকৃত হবেন। করোনা ভাইরাসের কারণে যেসব প্রতিষ্ঠান, ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট-ইম্পোর্ট, কন্সট্রাকশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে সেসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য যে আর্থিক প্যাকেজ (৭৩ হাজার কোটি টাকা) প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা যুগান্তকারী, সময়োপযোগী ও ঐতিহাসিক। এই আর্থিক প্রণোদনা সব ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট-ইম্পোর্ট বিশেষ করে শ্রমিক, কর্মচারী, খেটেখাওয়া মানুষের মজুরি পাওয়াকে নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী বক্তব্যে বলেছেন বিশ্বব্যাপী শেয়ার বাজার ও পুঁজিবাজারের মতো বাংলাদেশের পুঁজিবাজারেও এর প্রভাব পড়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
এসএমএকে/এএটি