শনিবার (১৬ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
সরকার ষষ্ঠ দফায় ১৪ দিন সাধারণ ছুটি বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করেছে।
উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, যদি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ার বাজার চালু করার কোনো নির্দেশনা দেয়, তবে সে অনুযায়ী ডিএসই ও সিএসই তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রস্তুত আছে।
তবে ওই নির্দেশনা ছাড়া সাধারণ ছুটির মেয়াদ বাড়লে উভয় স্টক এক্সচেঞ্জেরও কার্যক্রম ছুটির সঙ্গে সঙ্গতি রেখে বন্ধ থাকবে। |
গত ২৬ মার্চ থেকে সরকারি ছুটির সঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজার বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৬, ২০২০
এসএমএকে/আরবি/