রোববার (১৭ মে) অর্থ মন্ত্রণালয়ের বিএসইসি ও বিআইসিএম বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসচিব ড. নাহিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আগামী চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র সাইফুর রহমান বাংলানিউজকে বলেন, বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কর্মস্থলে যোগদান করেছেন।
গত ১৪ মে বিএসইসির চেয়ারম্যান প্রফেসর এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়। আর তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ১৭, ২০২০
এসএমএকে/আরআইএস