ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ লিগ্যাসি ফ্যাশনের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লিগ্যাসি ফ্যাশনে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে রিজেন্ড টেক্সটাইল। যা গত ২৭ আগস্ট কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়েছে।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী লিগ্যাসি ফ্যাশনের নেট অ্যাসেট মূল্য ৮৩ কোটি ১ লাখ ১৫ হাজার টাকা।
২০০৬ সালে প্রতিষ্ঠিত লিগ্যাসি ফ্যাশন ১০০ শতাংশ রপ্তানিমুখী এবং সম্পূর্ণ আরএমজি শিল্পের অন্তর্ভুক্ত।
কোম্পানিটি চট্টগ্রামের কালুরঘাট বিএসসিআইসি শিল্প এলাকায় অবস্থিত। বিশ্বের বিশিষ্ট এবং ব্র্যান্ডযুক্ত ক্রেতাদের মনোনয়ন রয়েছে কোম্পানিটিতে। শেষ তিন বছরে গড়ে কোম্পানিটির টার্নওভার হয়েছে ৩০০ কোটি টাকা করে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসএমএকে/এএটি