ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যুর আবেদনের সময় বাড়িয়েছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ মার্চ) ডিএসই থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর নতুন ট্রেকের আবেদনের সময়সূচি আগামী ১৮ মার্চ থেকে বাড়িয়ে ২৮ মার্চ পর্যন্ত করা হয়েছে। সম্ভাব্য আবেদনকারীর সুবিধা বিবেচনায় ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।
গত ২ ফেব্রুয়ারি ৯৯০তম পরিচালনা পর্ষদের সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড সংশ্লিষ্ট আইনসমূহ, স্কিম, বিধিমালা ও প্রবিধানমালার বিধানাবলী মোতাবেক যোগ্যতার ভিত্তিতে উহার অধীনে সিকিউরিটিজ লেনদেন কার্যক্রম পরিচালনার নিমিত্তে সিকিউরিটিজ লেনদেন অধিকার সম্বলিত সনদ, ট্রেক ইস্যু করার সিদ্ধান্ত গ্রহণ করে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২১
এসএমএকে/আরবি