ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারের দাম বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোনো কারণ ছাড়াই তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিগুলো।
রোববার (১৮ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানি তিনটি হলো- ফ্যামিলিটেক্স, আরএন স্পিনিং এবং আইএলএফএসএল।
জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। নোটিশের জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ১৪ জুলাই জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এসএমএকে/ওএইচ/