ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কারণ ছাড়াই শেয়ারের দর বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার (৩ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। নোটিশের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে সোমবার (২ আগস্ট) জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এসএমএকে/এসআরএস