ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৩১ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৩১ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির ৩০ কোটি ৭৭ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩০ কোটি টাকা কম।

আগের কার্যদিবসে ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির ৬১ কোটি ৮০ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক। কোম্পানিটির ৪ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার টাকার এইচআর টেক্সটাইল এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে রেনেটা ফার্মার।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২১
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।