ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর সিএফও মতিন পাটোয়ারীর পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
ডিএসইর সিএফও মতিন পাটোয়ারীর পদত্যাগ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) পদ থেকে পদত্যাগ করেছেন আবদুল মতিন পাটোয়ারী।  

মঙ্গলবার (০৫ অক্টোবর) ডিএসইর ডিজিএম মো. শফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত রোববার (৩ অক্টোবর) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে  ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর পদত্যাগের তারিখ নির্ধারণ করেছেন আগামী বছরের ১ জানুয়ারি।

আব্দুল মতিন পাটোয়ারী ডিএসইতে সিএফও হিসেবে যোগ দেন ২০১৫ সালের ৬ আগস্ট। আগে ডিএসইর সিএফও পদ চুক্তিভিত্তিক থাকায় উচ্চ বেতনে ডিএসইতে যোগ দেন মতিন পাটোয়ারী। তবে, ২০১৬ সালে ডিএসইর ‘সি’ লেভেল অর্থাৎ সিএফও, সিওও ও সিটিও পদ তিনটি স্থায়ী করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।