ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

পলিথিন বন্ধে সারিয়াকান্দিতে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
পলিথিন বন্ধে সারিয়াকান্দিতে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

বগুড়া: বসুন্ধরা শুভসংঘ সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে পলিথিন বন্ধে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার সকালে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের কড়ুই চত্বরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শুভসংঘের সভাপতি সুজিত সাগর।
আলোচনা সভায় কলেজ শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলেন, আমাদের অসচেতনতার অভাবে পলিথিনের নিয়ন্ত্রণহীন ব্যবহার হচ্ছে, চারপাশে তাকালে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন দেখা যায়। এগুলো মাটির উর্বরতা বৃদ্ধির জন্য বাধা, তাই আগামীতে পলিথিনমুক্ত উর্বর ভূমির জন্য পলিথিন বর্জন এখন নাগরিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।  

আলোচনা সভায় অধ্যক্ষ সাদেক মোহাম্মদ আজিজ লাবলু বলেন, বর্তমানে পরিবেশ বিপর্যয়ের জন্য পলিথিন অনেকাংশে দায়ী। তাই আমাদের পলিথিন বর্জন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ পারভেজ, শরীরচর্চা শিক্ষক রকি মিয়া, শুভসংঘের উপজেলার উপদেষ্টা শাহাদত জামান, কোষাধ্যক্ষ শাহীন আলম।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।