ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

লোহাগড়ায় এতিমখানার শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
লোহাগড়ায় এতিমখানার শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ

কোরআনের আলোকিত পাখি মাসুম (ছদ্মনাম)। বয়স ৮ বছর।

বাবা মায়ের আদর হারানো এতিম শিশু। লোহাগড়া উপজেলার ছোট ও বড় মিয়াজি হেফজ্ এবং এতিমখানাটিই এখন তার পরিবার। এখানে তার মতোই অনেক শিশুর ঠাঁই হয়েছে। পরম মমতায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা হচ্ছে তাদের।  

মাসুমদের মুখে একবেলা আহার, স্নেহমাখা হাতে একটু আদর ও কিছুটা মুহূর্ত আনন্দে রাখতে চাইলেন বসুন্ধরা শুভসংঘ লোহাগড়া উপজেলা শাখার বন্ধুরা।  

রোববার বেলা ২টায় মানবিক এই কার্যক্রম পরিচালনা করেছেন তারা। ছোট ও বড় মিয়াজি হেফজ্ এবং এতিমখানার ১৫০ জন শিক্ষার্থী ও আশেপাশের দরিদ্র মানুষদের বিরিয়ানি খাওয়ানো হয়েছে। এ সময় শিশু মুস্তাফিজ (ছদ্মনাম) জানায়, পেট ভরে তৃপ্তি নিয়ে সে বিরিয়ানি খেয়েছে। শুভসংঘের ভাইয়ারা খুব ভালো। তারা অনেক সুন্দর ব্যবহার করেছে। আমাদের অনেক আদর করেছে।  

ছালেহা (ছদ্মনাম) নামে ৮০ বছর বয়সী এক মা বলেন, বাবা তোমাদের জন্য দোয়া করি, তোমরা অনেক বড় হও।  

হেফজ্ ও এতিমখানার শিক্ষকমণ্ডলী বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জানিয়ে বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে, তাদের খাবারের ব্যবস্থা করে, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাদের সুনাম করেছেন, তাদের জন্য উত্তম প্রতিদানের ঘোষণা দিয়েছেন।

বসুন্ধরা শুভসংঘ লোহাগড়া উপজেলা সভাপতি নাহিয়ান চৌধুরী উপস্থিত সকল স্বেচ্ছাসেবী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শুভসংঘের নানাবিধ মানবিক কাজ নিয়ে সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।