ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সভা

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন খান বলেন, ‘এই প্রজন্মকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য সব শিক্ষার্থীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ’

জ্যৈষ্ঠ সহকারী শিক্ষক মনোয়ারা বেগম বলেন, ‘বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীকে সচেতন করা হয়েছে এবং শিক্ষার্থীদের সচেতনতায় পরিবারের অন্যান্য সদস্যরাও শিখতে পারবে। বসুন্ধরা শুভসংঘের এই ধরনের আয়োজন একটি মহতী উদ্যোগ এবং এই আয়োজনকে স্বাগত জানাই। ’

বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা স্বপন কুমার ঢালী বলেন, ‘বাল্যবিয়ের কুফলতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাল্যবিয়ে হলে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। ’

সভায় পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, মো. আল আমিন, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, সহকারী শিক্ষক মো. আল মামুন, ফাইজুর রহমান, সাবিনা ইয়াসমিন, আয়শা সিদ্দিকা, বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারী আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বিদ্যালয় শাখার রাকিব, ক্রীড়া সম্পাদক বর্ণ হাওলাদার, আসিফ বেপারী, উর্মি আক্তার, ঝুমা ঘরামী, অশোক শিয়ালী, সালমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।