খাদ্যে ভেজাল একটি মারাত্মক সামাজিক অপরাধ। নগদ ও অধিক লাভের আশায় খাদ্যে ভেজাল করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক ফারিয়া, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাদ, লোহাগড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বসুন্ধরা শুভসংঘ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা বিউটি, সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খন্দকার কিয়ামুল হাসান, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক ও শুভসংঘের সদস্য কাজী আল মামুন, জেলা ছাত্রদল নেতা মো. সোহেল রানা, শুভসংঘের সদস্য জেলা ছাত্রদলের সহসভাপতি শাহ আলী মোর্তজা জামুন, শুভসংঘের সদস্য ও কৃষকদল নেতা মো. সাহেব আলী, কালের কণ্ঠ নড়াইল প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা ইকবাল হাসান শিমুল প্রমুখ।
ভেজালবিরোধী মানববন্ধনের আয়োজন করায় অতিথিরা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান। এ সময় বক্তারা নিজেদের অভিমত তুলে ধরে বলেন, অতিমুনাফালোভী, উৎপাদনকারী, মজুদকারী, পাইকারি ও খুচরা বিক্রেতা খাদ্যে রাসায়নিক দ্রব্যাদি যেমন- ডিডিটি, কীটনাশক, কাপড়ের রং, ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড ইত্যাদি মিশিয়ে ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন কোনো খাদ্যদ্রব্য নেই, যাতে বিষ ও ভেজাল মেশানো হয় না।
উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি স্তরেই এর ছড়াছড়ি। সহজপ্রাপ্যতা, আইনি দুর্বলতা আর যথাযথ নজরদারির অভাবে এসব ঘটেই চলেছে, যাতে রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে।
খাদ্যে ভেজাল রোধে বক্তারা আইন শক্তিশালী করার পাশাপাশি দেশের নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দেন। সঠিক প্রমাণের ভিত্তিতে খাদ্যে ভেজালকারীদের ধরিয়ে দিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে তথ্য প্রদানেরও অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
নিউজ ডেস্ক