নিয়মিত স্কুলে এলে পড়া মনে থাকে। ফলাফল ভালো হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলায় বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে উপস্থিত হয়ে এ কথা বলেন বসুন্ধরা শুভসংঘের বৃত্তিপ্রাপ্ত হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসফি বিনতে আসাদ।
আসফি আরও বলেন, মনে রাখবেন, শুভ কাজে সবার পাশে স্লোগান নিয়ে এই এলাকায় কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। আমি নিজেও বসুন্ধরা শুভসংঘের আর্থিক সহযোগিতায় আজ বিশ্ববিদ্যালয়ে পড়ছি। তারা মেধার মূল্যায়ন করেন। আমার মতো সারা দেশে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর পড়ালেখার খরচ বহন করেন তারা। তাই সন্তান আপনার, তাকে সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব বসুন্ধরা শুভসংঘের।
বসুন্ধরা শুভসংঘ স্কুলের জমিদাতা সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষিকা আয়শা সিদ্দিকা, ইতি বেগম, শিক্ষার্থীর অভিভাবক হাসিনা বেগম ও শিক্ষার্থী আবু রায়হান।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
নিউজ ডেস্ক