ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতির কাছে ক্ষমা চাইলে শাস্তি কমতে পারে শুভর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
জাতির কাছে ক্ষমা চাইলে শাস্তি কমতে পারে শুভর

বর্তমান সময়ে দেশের ক্রীড়াঙ্গনে আলোচিত নাম জাহিদ হাসান শুভ। জাতীয় শরীরগঠন প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়ার প্রতিবাদ করে রীতিমতো ভাইরাল এই বডিবিল্ডার।

এক ভিডিওতে দেখা যায়, স্টেজ থেকে নেমে পুরস্কারে লাথি মারেন শুভ, করেন অশ্লীল অঙ্গ-ভঙ্গি। ফেডারেশনের বিপক্ষে ফেসবুক লাইভেই শ্লোগান দিতে দিতে অডিটোরিয়াম ছাড়েন তিনি। এসব কারণে তাকে আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন।  

ঘোষণা আগেই দিলেও আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন। সংগঠনটি জানায়, ‘পুরস্কারে লাথি মেরে, অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীর কাছে বডিবিল্ডিংকে হেয় প্রতিপন্ন করেছে জাহিদ হাসান। সেভাবেই জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। তারপর তার আজীবন বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করব। ’

শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। উর্ধ্ব-১৭০ সেন্টিমিটারে ১১ জন জাজের ফলাফল সরবরাহ করা হয় সংবাদ সম্মেলনে। যেখানে দেখা যায় ১০ জনই তাকে রানারাপ ফল দিয়েছিলেন।

সম্প্রতি বডিবিল্ডার জাহিদ হাসানের ইস্যুতে বেশ সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। নজরুল ইসলাম বলেন, ‘একজন ক্রীড়াবিদ প্রথম কিংবা দ্বিতীয় হতেই পারেন। সব রকম ফলাফলের জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু জাহিদ যা করেছেন তা কোনভাবেই একজন ক্রীড়াবিদের কাছ থেকে আশা করেন না কেউ। ’ 

মঞ্চে ধাক্কা দেওয়ার অভিযোগ করেছিলেন জাহিদ। এ বিষয়ে নজরুলের ভাষ্য, ‘আমি তাকে ডান পাশে গিয়ে দাঁড়াতে বলেছিলাম। কখনোই ধাক্কা দিইনি। সব কিছুই ভিডিওতে স্পষ্ট। ’ 

সাবেক জাতীয় চ্যাম্পিয়ন নারী বডিল্ডিার অহনা রহমান বলেন, ‘জাহিদ ভাই যা করেছেন, তা খুবই অশালীন। অডিটোরিয়ামে উনার অশ্লীল ভঙ্গিতে বিব্রত ছিলাম আমরা সবাই। তাই নিজের দায়িত্ববোধ থেকেই আমি আজ এখানে এসেছি। ’ 

সম্প্রতি আন্তর্জাতিক বডিবিল্ডিং থেকে প্রো-কার্ড পাওয়া তামির আনোয়ার বলেন, ‘আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপে ক্রীড়াশৈলী প্রদর্শন করতে আসি। অসভ্য আচরন করতে নয়। তাই জাহিদের ওই আচরনে আমরাও বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। এটা কখনোই কাম্য নয়। ’

জানা গেছে, জাহিদের আচরন এবং তাকে বহিষ্কারাদেশের বিষয়ে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।