ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বান্দরবানে বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
বান্দরবানে বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবান: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবানে  বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মনোমুগ্ধকর ও টান টান উত্তোজনপূর্ণ এ প্রতিযোগিতায় ১১টি বাউটে ২২ জন বক্সার অংশ নেন।

বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সার্বিক তত্ত্বাবধানে এ সময় প্রতিযোগিতায় বান্দরবান বক্সিং ক্লাবের চেয়ারম্যান মাহফুজুর রশিদ বাচ্চু, বক্সিং ক্লাবের পরিচালক (ব্যবস্থাপনা ও যোগাযোগ) মো. লুৎফুর রহমান (উজ্জ্বল), জেলা ক্রীড়া অফিসের কর্মচারী মো. সানাউল্লাহ্সহ জেলা সদরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বক্সার এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের শুভেচ্ছা স্মারক ও সম্মানী দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।