ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাঈদ-রশিদ প্যানেল প্রাথমিকভাবে নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
সাঈদ-রশিদ প্যানেল প্রাথমিকভাবে নির্বাচিত

হকি ফেডারেশনের নির্বাচনে রশিদ-সাঈদ-ফোরাম ঐক্যমতের পরিষদ প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে। ২৮ পদের বিপরীতে ২৮টি মনোনয়ন জমা পড়েছে।

ফলে কোনো নির্বাচনের প্রয়োজন হচ্ছে না। যদিও নিয়ম অনুযায়ী বিজয়ীদের নাম ঘোষণা হওয়ার কথা ছিল আগামী ১৫ জুন। তবে আজই এনএসসি প্রাথমিকভাবে নাম ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য্য আছে ১৫ জুন। সাধারণত পদের বিপরীতে প্রার্থী বেশি না থাকলে মনোয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনই প্রাথমিকভাবে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।  

হকি ফেডারেশনের নির্বাচনের রিটার্নিং অফিসার ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা কবিরুল হাসান বলেন, ‘জমা হওয়া ২৮ টি মনোনয়নই বৈধ হয়েছে এবং ২৮ জনই জানিয়েছে তারা প্রত্যাহার করবে না। ফলে পরবর্তী পর্বের আনুষ্ঠানিকতা প্রয়োজন না থাকায় আজই প্রাথমিক ফলাফল ঘোষিত হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।