ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘দেশের জন্য আমরা সবাই এক’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
‘দেশের জন্য আমরা সবাই এক’

সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্কের যে চরম অবনতি হয়েছে তা এখন দিবালোকের মতো পরিষ্কার। মাঠের দেখা এখন এমনিতেই সেভাবে হয় না।

কিন্তু তামিম বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার পর বিষয়টি গড়িয়েছে চরম তিক্ততায়। এমনকি দুজনের ভক্ত-সমর্থকরাও পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন।  

তবে এরমধ্যেই সবাইকে চমকে দিয়ে একসঙ্গে হাজির হলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা। তবে এবার আর মাঠে নয়। দুজনকে দেখা গেল বিজ্ঞাপনের ভিডিওতে জুটি বাঁধতে। বিশ্বকাপ উপলক্ষে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) ‘নগদ’–এর একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে সাকিব ও তামিমকে।

বিজ্ঞাপন চিত্রটির শুরুতেই সাকিব ও তামিমের বন্ধুত্বের সম্পর্কের অবনতির বিষয়টি তুলে ধরা হয়েছে। ড্রেসিংরুমে দুজনের একসঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্তের মাঝে সেই সম্পর্ক জোড়া লাগাতে দেখা যায় তাদের। এক পর্যায়ে সাবেক অধিনায়ক তামিমকে অতীত মনে করিয়ে দিয়ে 'নগদ' এর মাধ্যমে ৩০ টাকা ফেরত দেন বর্তমান অধিনায়ক সাকিব। এর সঙ্গে জড়িয়ে আছে অনেকদিন আগের একটি ম্যাচের স্মৃতি, যা স্মরণ করে দুজনে আবেগাক্রান্ত হয়ে পড়েন। তামিমের চোখে পানি চলে আসে। এরপর হাত মেলাতে দেখা যায় তাদের। সবশেষে দুজনে আরও একবার দেশের জন্য লড়াইয়ের বার্তাও দেন।  

ভিডিওটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন তামিম। যার ক্যাপশনে এই বাঁহাতি ওপেনার লিখেছেন, 'বাংলাদেশের সাথে জন্য সাথে আছি সবসময়। ' সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে #OneMoreTime ব্যবহার করা হয়েছে।

এদিকে 'নগদ'-এর অফিসিয়াল ফেসবুক পেজেও সাকিব ও তামিমকে ট্যাগ করে ভিডিওটি শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা, 'দেশের জন্য আমরা সবাই এক। মাঠে বা মাঠের বাইরে থেকে, বিজয়ের স্বপ্ন বুকে ধারণ করে আওয়াজ তোলা হোক আরও একবার। আমরা বিশ্বাস করি, স্বপ্ন ও সাহস থাকলে সব সম্ভব!' 

সাকিব-তামিমের এই 'পর্দার পুনর্মিলন' এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভক্ত-সমর্থকরাও হুমড়ি খেয়ে পড়ছেন বিজ্ঞাপনচিত্রটিতে।  

এর আগে গত ১ অক্টোবর বিশ্ব মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবির অর্থায়নে অর্থহীন ব্যান্ড একটি বিশ্বকাপ থিম সং প্রকাশ করে। সেটি আজ নিজের ফেসবুক পেজে শেয়ার দিয়ে তামিম লেখেন, 

“সময় এসেছে
বাংলাদেশে এবার
পারবে তুমিও জিতে যেতে
আশা আছে সবার
শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা। ”

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।