ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল: চ্যাম্পিয়ন মাঝহারুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল: চ্যাম্পিয়ন মাঝহারুল ইসলাম

‘ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২৪’ আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর, ২০২৪) সমাপনী ‍ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। সপ্তাহব্যাপী সাতটি ডিসিপ্লিনে প্রায় ৫০ জন প্রতিযোগীর অংশগ্রহণে স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে বিএসজেএ কার্যালয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় ট্রফি ও অর্থ পুরস্কার। সর্বোচ্চ চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ‘দ্য চ্যাম্পিয়ন’ হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মোহাম্মদ মাঝহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন দুই খ্যাতিমান আর্চারি তারকা রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

আরও উপস্থিত ছিলেন কার্নিভালের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্টিজ পিএলসির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।  

অনুষ্ঠানের শুরুতে বিএসজেএর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত অঘোর মন্ডলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক আরিফুর রহমান বাবু।

তিনি বলেন, ‘ওয়ালটন আমাদের এই পথচলার দীর্ঘদিনের সঙ্গী। ছাত্র-জনতার অভ্যূত্থানের পর বাংলাদেশ এখন নতুন করে গঠিত হচ্ছে। এমন সময়েও ওয়ালটন আমাদের সঙ্গে আছে। আশা করি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে। ’

আর্চারি তারকা রোমান সানা বলেন, ‘সাংবাদিকরা সবসময় আমাদের পাশে থাকে। তাদের জন্যই আমরা আলোচিত হয়েছি। তারা আমাদেরকে দেশের কাছে তুলে ধরেছে। আপনাদের এই আয়োজনে আসতে পেরে খুবই ভালো লাগছে। ’

আরেক আর্চারি তারকা দিয়া সিদ্দিকী বলেন, ‘আমার সবসময় ইচ্ছে আপনাদের খেলা দেখার। আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু আপনারা আমাদের তুলে ধরেন। আপনারা যখন খেলবেন, তখন বুঝতে পারবেন প্রতিটা খেলা কতটা কঠিন। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজনে থাকতে পারব। ’

নিজের বক্তব্যে বিএসজেএর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ইকবাল বিন আনোয়ার ডন ও রবিউল ইসলাম মিলটন। ভবিষ্যতেও বিএসজেএর পাশে থাকার আশ্বাস দেন তিনি।  

ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘আমরা বাংলাদেশের অপেক্ষাকৃত কম পরিচিত খেলাগুলোতেও স্পন্সর করি। বিএসজেএর সঙ্গে আমাদের এক যুগের সম্পর্ক। এবারের আসরে টুর্নামেন্ট যেভাবে হয়েছে, সামনে আরও বড় করে হবে। আমরা ভবিষ্যতেও বিএসজেএর পাশে থাকব। ’

রবিউল ইসলাম মিলটন তার বক্তব্যে বলেন, ‘গত মাসে আমাদের সব সেল ১০দিন বন্ধ ছিল। এরপর বন্যা হয়েছে। এর মধ্যেও আমরা খেলাধুলায় স্পন্সর করা বন্ধ করিনি। বিএসজেএর পাশেও আমরা আগামীতে থাকব। ’

সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। তিনি বলেন, টুর্নামেন্টের নামই এখন হয়ে গেছে ওয়ালটন-বিএসজেএ। দুটি প্রতিষ্ঠান এখন এক হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।