ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভারতে মহালক্ষীর বিপক্ষে নিয়াজের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ভারতে মহালক্ষীর বিপক্ষে নিয়াজের ড্র দাবা টুর্নামেন্টের প্রতীকী ছবি

ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠানরত ‘১৫তম দিল্লি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা’র পঞ্চম রাউন্ডের খেলা শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন।

তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও একসেস চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তিন পয়েন্ট করে, তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও অগ্রনী ব্যাংক দাবা দলের মোহাম্মদ সিরাজুল কবীর আড়াই পয়েন্ট করে, মর্নিং গ্লোরী চেস ক্লাবের নিশীত কুমার পাল দুই পয়েন্ট, হাসান মেমোরিয়াল চেস ক্লাবের মোঃ আনিসুজ্জামান জুয়েল দেড় পয়েন্ট, লিওনাইন চেস ক্লাবের মোহাম্মদ আমিনুল ইসলাম, বিসিএফ স্পোর্টের মোঃ আলী নেওয়াজ সরকার ও আব্দুর রাজ্জাক এক পয়েন্ট করে পেয়েছেন। মোহাম্মদ আসিফ উর রহমান কোনো পয়েন্ট পাননি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় নিয়াজ ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার এম মহালক্ষীর সাথে ড্র করেন। ফাহাদ ভারতের ওয়াই ভি কে চক্রবর্তীকে, মালেক ভারতের সি এম এন সংযুক্তাকে, সোহেল ভারতের অলোক সিনহাকে ও সিরাজ ভারতের সারভেস কুমারকে পরাজিত করেন।

এদিকে, নিশীত ভারতের ওয়াহ সুয়োগের কাছে, জুয়েল ভারতের দোশী মুক্ষ আমিতভায়ের কাছে আমিনুল ইন্দোনেশিয়ার নোওরী আলেখিনের কাছে, নেওয়াজ ভারতের মেনডোনকা লিওন লিউকের কাছে, রাজ্জাক ভারতের শচীন মালিকের কাছে এবং আসিফ ভারতের চন্দন পলাশের কাছে হেরে যান।

রেটিং ইভেন্ট ক্যাটাগরি ‘বি’ টুর্নামেন্টে মোহাম্মদ সালমান মুন্সি ১০ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ৬১৯ জনের মধ্যে ৪৭৯তম হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।