ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চলছে বসুন্ধরা গলফের দ্বিতীয় দিনের খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
চলছে বসুন্ধরা গলফের দ্বিতীয় দিনের খেলা ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৭’র দ্বিতীয় দিনের খেলা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: প্রথম দিনের ধারাবাহিকতায় কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৭’র দ্বিতীয় দিনের খেলা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) টি অফের মধ্য দিয়ে শুরু হয় এ প্রতিযোগিতা।

দিনের শুরুতেই টি অফ করেছেন প্রথম রাউণ্ড শেষে লিডার বোর্ডের শীর্ষে থাকা থাই গলফার জ্যাজ জেনওয়াটানান্দ, দ্বিতীয়স্থানে থাকা ভারতের শুভংকর শর্মা ও তৃতীয়স্থানধারী প্যানুফোর পিত্তেয়েরাথ।

আর বাংলাদেশের হয়ে করেছেন মো. শহীদ ও খন্দকার রাহাত তাসিন।

শীর্ষস্থানধারী  জ্যাজ জেনওয়াটানান্দ শুরু দিন শুরু করেছেন ১০ নম্বর হোল থেকে। প্রথম দুই হোল পারের সমান খেললেও ১২ নম্বর হোলেই পেয়েছেন বার্ডি। পরের হোলটি আবার পারের সমান খেলে ১৪ ও ১৫ নম্বর হোলেও তুলে নিয়েছেন বার্ডি।

দ্বিতীয়স্থানে থাকা শুভংকর শর্মাও শুরু করেছেন ১০ নম্বর হোল থেকে। শুরুটা অবশ্য দুর্দান্তই করেছেন এ ভারত গলফার। প্রথম হোলেই পেয়েছেন বার্ডি। এরপর ১১ নম্বর হোলে পারের সমান থেলে পরের হোলে আবার বার্ডি পুড়েছেন নিজ থলিতে। ১৩ নম্বর হোলে অবশ্য জ্বলে উঠতে পারেননি। তবে ১৪ নম্বর হোলে আবার তুলে নিয়েছেন বার্ডি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
এইচএল/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।