ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১ দিন পরেই বিশ্বকাপ, শেষ হয়নি প্রস্তুতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
১ দিন পরেই বিশ্বকাপ, শেষ হয়নি প্রস্তুতি ১ দিন পরেই রোল বল বিশ্বকাপ, শেষ হয়নি প্রস্তুতি/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আর মাত্র একদিন পরেই মাঠে গড়াবে ৪র্থ রোল বল বিশ্বকাপের খেলা। প্রথমবারের মতো আয়োজক হিসেবে রোল বলের বিশ্বকাপের আয়োজন করছে বাংলাদেশ রোলার স্কিটিং ফেডারেশন। তবে এখনও পর্যন্ত ভেন্যুর সংস্কার কাজ শেষ হয়নি। এখনও চলছে টুকিটাকির কাজ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে বিশ্বকাপ চলবে ছয়দিন ব্যাপী। তিনটি ভেন্যু ইতোমধ্যে নির্বাচন করা হয়েছে।

সদ্য বহুল ব্যয়ে নির্মিত শেখ রাসেল স্কেটিং স্টেডিয়াম তিন ভেন্যুর একটি। এটাতে এখনও উন্নয়ন প্রস্তুতি সম্পন্ন হয়নি। বাকি দুটি ভেন্যু হলো মিরপুর ইনডোর স্টেডিয়াম ও গুলিস্তানস্থ হ্যান্ডবল স্টেডিয়াম।

সরেজমিনে দেখা গেছে, গুলিস্তানস্থ বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন 'শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামের ভেতরে একদিকে সংবাদ সম্মেলন হচ্ছে অন্যদিকে স্টেডিয়ামের উন্নয়ন কাজ চলছে। প্রায় ২৩ কোটি বাজেটের স্টেডিয়ামের গ্যালারির আসন নির্মিত হচ্ছে কাঠ দিয়ে! তবে আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া আছে, এই স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫০ কোটি! কাঠের টুকিটাকির কাজ শেষ করছে সংস্কারকাজের কর্মরত কর্মীরা।

আরেক পাশে দেখা যাচ্ছে, গ্যালারির দেয়ালে আমন্ত্রিত দেশগুলোর পোস্টার লাগানোর কাজ করছেন কেউ কেউ। গ্রাউন্ডের কাজ শেষ হলেও এখনও গোলপোস্ট বসানো হয় নি। দাগের কাজও শেষ হয়নি। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি পর্ব।

১ দিন পরেই রোল বল বিশ্বকাপ, শেষ হয়নি প্রস্তুতি/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএ বিষয়ে কথা হয় আন্তর্জাতিক রোল বল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর রবীন্দ্র চাপটিল। তিনি জানান, ‘আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে সবসময়। আজকে (১৫ ফেব্রুয়ারি) রাতের মধ্যই সব কাজ শেষ হয়ে যাবে। ’

গ্রুপ অনুযায়ী পুরুষ ও নারী দলগুলোকে বিভক্ত করা হলেও এখনও পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়নি। তবে কালকের মধ্যেই ফিক্সার প্রস্তুত হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চাপটিল, 'বৃহস্পতিবারের মধ্যেই তারিখ নির্ধারণ করা হবে। এখন শুধু ড্র হয়েছে। '

বাংলাদেশের পুরুষ ও নারী দলসহ মোট ৪০টি দেশ এই আসরে অংশ নিচ্ছে। যেখানে নারী দল ২৭টি ও পুরুষ দল ৩৯টি।

বিশ্বকাপকে কেন্দ্র করে এ পর্যন্ত সাতটি দেশ ঢাকায় পৌঁছেছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, 'খেলার সব প্রস্তুতি শেষ। আমাদের নিজস্ব ভেন্যু আছে। আগত খেলোয়ারদের জায়গা আছে। '

১ দিন পরেই রোল বল বিশ্বকাপ, শেষ হয়নি প্রস্তুতি/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কমমাঠ আটটি গ্রুপ করা হয়েছে। পুল ‘ডি’তে বাংলাদেশ পুরুষ দলের সঙ্গী মিয়ানমার, ভুটান, ফিজি ও হংকং। গ্রুপ পর্বের খেলা লিগ সিস্টেমে হবে। গ্রুপের সেরা দুই দল নক আউট পর্বে চলে যাবে। প্রি-কোয়ার্টার ফাইনালের জয়ী ৮ দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল, জয়ী চারদল সেমিতে, জয়ী দুই দল খেলবে ফাইনাল। তারপর সেমি ফাইনালে পরাজিত দুই দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

দর্শকদের নিরাপত্তার স্বার্থে তিন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ। সব প্রস্তুতি শেষে একটি ভালো আয়োজন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমআরএম

আরও পড়ুন...শুরু হচ্ছে ৪র্থ রোল বল বিশ্বকাপ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।