ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সব ট্যুর বাদ, দেশেই প্রশিক্ষণ নেবে হকি দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সব ট্যুর বাদ, দেশেই প্রশিক্ষণ নেবে হকি দল ...

প্রস্তুতি ম্যাচ খেলতে সম্ভাব্য সকল ট্যুরের সিদ্ধান্ত বাতিল করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বিশ্ব হকি লিগকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে দেশেই প্রশিক্ষণ নেবেন জিমি-চয়নরা।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘সেটা হয়তো সম্ভব হবে না।

আপাতত দেশেই প্রশিক্ষণ নেবে খেলোয়াড়রা। দেশেই কোন বিদেশি দলকে আমন্ত্রণ জানানোর চিন্তা আছে আমাদের। '

আগামী মাসের ৪ তারিখ থেকে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসছে বিশ্ব হকি লিগের ২য় রাউন্ডের আসর।

মালয়েশিয়াকে দিয়ে শুরু হবে জাতীয় দলের প্রথম পরীক্ষা। একাধিক প্রস্তুতি ম্যাচ খেলতে ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় সফর নির্ধারণ করেছিল হকি ফেডারেশন (বাহফে)। কিন্তু সকল বিদেশ ট্যুর বাতিল করলো ফেডারেশন।  এখন দেশের মধ্যেই প্রশিক্ষণ নেবেন খেলোয়াররা।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এক মাস ধরে কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে। হকি দলের কোচ অলিভার কার্টজ দলের ভিসার কাজে বিদেশে আছেন। তার পরিবর্তে দলের সহকারী কোচ মাহবুব হারুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। চালিয়ে যাবেন অনুশীলন।

নিরাপত্তার অজুহাত দিয়ে বাংলাদেশে আসছে না কানাডা। তাদের জায়গায় নতুন করে নেওয়া হয়েছে মালয়েশিয়াকে। সেরা দুই-তিন এর লক্ষ্য নিয়ে মাঠে নামবে জিমি-চয়নরা বলে মনে করেন আব্দুস সাদেক। তিনি বলেন, ‘প্রাকটিস ভালো হয়েছে। কানাডার চেয়ে মালয়েশিয়া তুলনামূলক সহজ প্রতিপক্ষ। আশা করছি এই রাউন্ডের সেরা তিনের মধ্যে থাকতে পারবো। ’

আটটি দলকে দুই গ্রুপে ভাগ করেই অনুষ্ঠিত হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের বাংলাদেশ পর্বের খেলা। পুল ‘এ’তে বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া। এই গ্রুপ অন্য দলগুলো হচ্ছে ফিজি ও ওমান। পুল ‘বি’তে আছে চীন, মিসর, ঘানা ও শ্রীলঙ্কা।

একটি সূত্র থেকে জানা গেছে দলের খেলোয়াড়রাও চাইছিলেন যেহেতু টুর্নামেন্ট ঢাকায়, তাই এখানেই কোন বিদেশি দল এনে তাদের সঙ্গে প্রস্ততির ব্যবস্থা করা হোক। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটলো বাহফে। এছাড়াও বাহফের বৈঠকে টুর্নামেন্টের স্পন্সর হিসেবে এফএমসি গ্রুপকে চূড়ান্ত করা হয়।

বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) প্রাথমিকভাবে গত ২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা যাবার তারিখ ঠিক করলেও ভিসা জটিলতায় তা পিছিয়ে যায়। পরে ৮ ফেব্রুয়ারিও একই ঘটনা ঘটে। পরবর্তী নতুন তারিখ নির্ধারণ হয় ১৫ ফেব্রুয়ারি। কিন্তু ভিসা সমস্যার সমাধান না হওয়াতে নতুন তারিখেও যাত্রা করা অনিশ্চয়তায় পড়ে। পরে কেনিয়া যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফেডারেশন।  

আগামী ৪ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রথম দিনই মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ফিজি ও ওমানের সঙ্গে পরের দুটি ম্যাচ ৫ ও ৭ মার্চ। বাংলাদেশ পর্বের সেরা দুই দল যাবে বিশ্ব হকি লিগের সেমিফাইনাল পর্বে। এই গ্রুপে সর্বোচ্চ র‌্যাংকিং মালয়েশিয়ার। তাদের র‌্যাংকিং ১৩ আর বাংলাদেশ আছে ৩৫তম স্থানে।

ওয়ার্ল্ড হকি লীগে অংশগ্রহণ করতে অনেক আগেই কিছু দল চলে আসবে ঢাকায়। তাদে সাথেও আশরাফুলদের ঝালিয়ে নেয়ার কাজটা করতে পারে ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘন্টা, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।