ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়াকওভারে দ্বিতীয় পর্ব নিশ্চিত নারী দলের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ওয়াকওভারে দ্বিতীয় পর্ব নিশ্চিত নারী দলের ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনালের নারী দলের বিপক্ষে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী দল। এর আগে প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল তারা।

আজ রোববার সকাল ৯টায় মিরপর ইনডোর স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ মায়ানমারকে ০-১১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি শীর্ষস্থানটি নিজেদের করে রেখেছে বাংলাদেশ পুরুশ দল। ম্যাচে বাংলাদেশের হৃদয় ৩টি, দিপ্র আর ইন্তেসার ১টি করে, আরাফাত, সাগর ও ওয়াটলার ২টি করে গোল করেছেন।

মিরপুরে আজ দ্বিতীয় ম্যাচ শুরু হবার কথা ছিল সাড়ে ১০টায়, কিন্তু ভিয়েতনাম না আসায় জাম্বিয়া পুরুষ দল ওয়াকওভার পেয়ে যায়। এছাড়া মিরপুরে দুপুর ১২টার ম্যাচে ফিলিপাইন নারী দল উপস্থিত না থাকায় নেপাল ওয়াকওভার পেয়ে যায়। সকালেই জানা হয়ে যায় দুপুরে ফিলিপাইন নারী দল বিকেলে বাংলাদেশ নারী দলের বিপক্ষে খেলছে না।

বিশ্ব রোল বল ফেডারেশনের অফিসিয়াল তথ্য ভান্ডারে বাংলাদেশ নারী দলের ওয়াকওভারের তথ্য সকালেই প্রচার হয়ে যায়। তাই বাংলাদেশ নারী দল দ্বিতীয় ম্যাচে মাঠে না নেমেই পয়েন্ট পেয়ে যায় ওয়াকওভারের কারণে। মিরপুরে গত আসরের চ্যাম্পিয়ন ভারতের পুরুষ দল ৯-৪ গোলে আইভরিকোস্টকে হারিয়ে দ্বিতীয় পর্বে নিজেদের নাম যুক্ত করেছে এবং শীর্ষস্থানও দখলে রেখেছে।

শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে দিনের প্রথম ম্যাচে বেলারুস ৫-১ গোলের ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট জমা করে কোয়ার্টার ফাইনালে। সকালে উরুগুয়ে নারী দল না আসায় ওয়াকওভার পেয়েছে বেনিন নারী দল। অপর ম্যাচে এই ভেন্যুতে শক্তিশালী আর্জেন্টিনাকে ১-২ গোলে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছে ডেনমার্কের নারী দল। আর ১১টা ১৫ মিনিটের ম্যাচে উগান্ডা নারী দল ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপে দলকে।

হ্যান্ডবল স্টেডিয়ামে তুর্কি পুরুষ দল ০-২ গোলে হেরেছে সৌদি আরবের কাছে। এই ভেন্যুতে লাটভিয়া পুরুষ দল অনুপস্থিত তাই ওয়াকওভার পেয়েছে উগান্ডা দল। সাড়ে ১০টায় কেনিয়া ৫-৩ গোলে ডেনমার্কের পুরুষ দলকে হারিয়েছে। ‘বি’ গ্রুপের শীর্ষ দল আর্জেন্টিনা পুরুষ দল ৪-১ গোলে উগান্ডাকে হারিয়ে দ্বিতীয় পর্বে। আর্জেন্টিনার পয়েন্ট ৩ ম্যাচে ৯।

স্কেটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৭ম স্থান অধিকার করে ছিল ২০১৫ বিশ্বকাপে। এবার ২০১৭ সালে ৪র্থ বিশ্বকাপে নিজ ঘরে ভাল কিছু করার প্রত্যয় জানিয়েছিলেন পুরুষ দলের অধিনায়ক আসিফ। তিনি তাঁর কথা রেখেছেন। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশ পুরুষ বিভাগে ‘ডি’ গ্রুপে শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।